মঙ্গলবার চাঁদ দেখা যায়নি, ঈদ  ১ আগস্ট

মঙ্গলবার চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট

                                                                     ছবি : সংগৃহীত


মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগস্ট শনিবার বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

এর আগে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে।

সে হিসেবে জিলহজ মাসের তারিখে অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।

ঢাকা দক্ষিণ সিটিতে বসছে ১১ পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটিতে বসছে ১১ পশুর হাট

                                                                    ফাইল ছবি


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সংস্থাটির হাটবাজার ব্যবস্থাপনা কমিটি আজ বুধবার এসব হাট বসানোর সুপারিশ করেছে।

ডিএসসিসি সূত্র বলছে, এবার ১৪টি অস্থায়ী হাট বসাতে গণমাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে সরকারনির্ধারিত দরের চেয়ে ১১টিতে বেশি দাম পেয়ে এসব হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করার পর করোনা মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচটি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা ডিজিটাল হাটও চালু করেছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। হাটের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার ব্যবস্থা করার কথা বলেছিল এই কমিটি। তবে কমিটির সুপারিশ ঢাকার দুই সিটির কেউ আমলে নেননি।

ডিএসসিসির অস্থায়ী হাটগুলো হলো হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-, এফ, জি, এইচ, সেকশন এর খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা মাঠসংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা।

পশুর হাট বসানোর বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করে সম্পত্তি বিভাগ। সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, কমিটি ১১টি হাট বসানোর সুপারিশ করেছে। এখন কেবল মেয়র চাইলেই হাটের সংখ্যা কমতে পারে। তবে মেয়র দপ্তর সূত্রে জানা গেছে, ১১টি হাটই চূড়ান্ত করা হয়েছে।

জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, তিন দফায় দরপত্র জমা নেওয়ার পর হাটবাজার ব্যবস্থাপনা কমিটি ১১টিতে সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি টাকা পেয়েছে। তাই কমিটি ১১টি হাট বসানোর সুপারিশ করেছে। একই সঙ্গে অনলাইন হাট চালু করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে